1. admin@ourbhola.com : আমাদের ভোলা : আমাদের ভোলা
স্মৃতিতে ভবিষ্যৎ - রাসেল মাহমুদ - আমাদের ভোলা
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশঃ
প্রিয় ভিজিটর, দ্বীপজেলা ভোলার বৃহত্তম ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

স্মৃতিতে ভবিষ্যৎ – রাসেল মাহমুদ

  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮৮ বার পঠিত
স্মৃতিতে ভবিষ্যৎ - রাসেল মাহমুদ

স্মৃতিতে ভবিষ্যৎ – রাসেল মাহমুদ

“মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি,
কিছুদিন পরে তা হয়ে যায় ইতি”
-রাসেল মাহমুদ

রীতিমতো ভালো থাকার একটা নাম হাসি। তুমি হাসতে পারবে তো চোখে অশ্রু আসবে না,মনে স্মৃতি গুলো ভাসবে না। কারো অস্তিত্ব তোমার জীবনে কিছু সময় স্থায়ী আবার কারো স্মৃতি সারাজীবনে কখনোই নয় ক্ষনস্থায়ী। হাসি-কান্না’র মাঝে বেঁচে থাকার নামই জীবন। তুমি হাসবে তো চারপাশ জানবে তুমি ভালো আছো। কাঁদছো তো হারছো, চারপাশের একটু সান্ত্বনা আর চিরদিনের গ্লানিতে ভাসছো।কেউ তোমায় ভালো রাখতে চলে যায়,আবার কেউ নিজে ভালো থাকতে চলে যায়।

কেউ চলে গেলে মানুষ ভালো থাকে কিভাবে? হোক সে পরিবার বা রক্তের কেউ বা প্রিয়জন। বাবা বা ভাই চলে যায় পরিবারের ক্ষুধা নিবারণে অর্থ সন্ধানে,বোন চলে যায় পরের বাড়ি নিয়তির পরিণামে। আর প্রিয়জন চলে যায় তোমার জীবনে ভালো কেউ আসবে বলে,না হয় চলে যায় সে নিজে অন্য কারো কাছে সুখে থাকবে বলে। তবে যার চলে যায় সে জানে স্মৃতি কত যন্ত্রনাময়,তাতে জীবনের কতটা হয় ক্ষয়।

আমি আমার ভালো থাকার কারণ হতে চাই- রাসেল মাহমুদ

শুধু ব্যবধান সময়ের,ব্যবধান মনে রাখার ধারণ ক্ষমতা বা তোমার সাথে জড়িত স্মৃতির পাতা। স্মৃতি কখনো হাসায় বড্ড বেশি অভিমানের আঁড়ালে,আবার খুব করুণ ভাবে কাঁদায় বিনাদোষে কেউ ছেড়ে গেলে।।। তবে স্মৃতি তোমায় কিছু একটা দিবেই। খুঁজে নিতে হবে বা তোমাকেই সাঁজাতে হবে তুমি হাসি নাকি কান্নার স্মৃতিতে বিভোর থাকবে। স্মৃতি তোমার পিছ ছাড়বে না আবার পথ আটকে বাঁধাও হবে না। বাঁধা হবে তোমার মুখোশটা।

মানুষ তোমায় যেভাবে দেখবে সেভাবে ব্যবহার করবে। তুমি হাসছো তো সবাই হাসিয়ে ভালো রাখবে।কাঁদছো তো চারপাশ থেকে কতশত কান্নার আওয়াজ তোমায় ভেঙ্গে দিয়েছে। রুখে দাঁড়াতে বেশি কিছু নয়, মনোবল আর ইচ্ছা শক্তি নিয়ে সামনে চলো। স্মৃতি তোমার সাথে থাকবেই যার পরিধি সময় সাপেক্ষে পরিবর্তনশীল।

Spread the love

আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন

উক্ত লেখাটি সোসাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো লেখা
© All rights reserved © 2021 আমাদের ভোলা
Development By MD Rasel Mahmud