স্বপ্নের খুন – শায়লা আক্তার সেতু
খোলা জানালার পাশে দাঁড়িয়ে
অশ্রু সিক্ত নয়নে
আজো খুঁজে যায়
কিছু স্বপ্ন ভাঙ্গা হৃদয়
সকালের সেই সূর্যটা।।
স্বপ্ন ভাঙা ব্যথাহত হৃদয়ের কান্না কেউ দেখবে না
সইতে হবে নীরবে আপনারে
এই শহরে হচ্ছে প্রতিনিয়ত স্বপ্নের খুন
স্বপ্ন ভাঙা হৃদয়ের নির্গত ব্যথা
জল হয়ে পড়ছে গড়ে ঘাসের উপর।।
এ শহরে যেন আজ দেখাটায় দায়
ভেঙে দেয় শতশত রঙিন স্বপ্ন
তার কারণে আজ খুনের শহরে
ঝুলে স্লিমে রূপবতীর লাশ লাখো লাখো
সুইসাইডের নোটে ভরে যায় শহর
বাতাসে মিশে থাকে খুনীর গন্ধে।।
মৃতপ্রায় কিছু ভাঙা হৃদয় বলে ওঠে
এ শহরটা আজ স্বপ্ন খুনে দায়ী।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন