আকতারুল ইসলাম আকাশ,ভোলাঃ স্বপ্নীল সমাজসেবা সংগঠন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের তৃষ্ণা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
উদযাপিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আদনান অনিক হ্নদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি ও সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, স্বপ্নীল সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবেন বলেও জানান বক্তারা।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন