সোনার বাংলাদেশ
মুনিয়া মুন
কে বলে দেশ তারে সে তো আমার মা,
অন্য কোন কিছুর সাথে ই তার হয় না তুলনা।
সবুজ তাহার গায়ের রং ত্যাগরূপি লাল,
তেরো শত নদী তার বুকে বহে চিরকাল।
কত মহাগুনীজন জন্মেছে তোমার সন্তান,
৩০ লক্ষ শহীদের প্রানের বদলে এই অবদান।
দিগন্ত জুড়ে সেই সবুজ মাঠ সোনালী ফসলের হাসি,
মায়া ভরা তার চাঁদের আলো
খাল বিল শাপলা ভালোবাসি।
দেশ তার রুপের বর্ণনা দিলে হবে না শেষ,
২লক্ষ মায়ের সম্ভ্রমে কেনা সোনার বাংলাদেশ।
একজন শিক্ষার্থী হিসেবে এই তিনটি প্রশ্নের উত্তর জানা একান্ত আবশ্যক – রাসেল মাহমুদ
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন