সমাধী – শায়লা আক্তার সেতু
আলো ভরা এই পৃথিবীতে
পূর্ব গগনে উদিত সূর্য্য
পশ্চিম গগনে অস্ত যায়
এ যেন অনাবিল সত্য সৃষ্টি প্রকৃতির।।
জন্ম হয়েছে তোমার আমার
ছিলো না পরিচয় ছিলো না প্রনয়ণ
ছিলাম দুজন অজানা পথের পথিক
হঠাৎ দেখা হলো দুজনের
শুরু হলো ভালোলাগা ভালোবাসা
এটাও সত্য সৃষ্টি প্রকৃতির।।
ভালোবেসে বেঁধেছি দুজন দুজনারে
মায়ার বাঁধনে
থেকে যাবে এ বাঁধন মরনেরও পরে
এর সৃষ্টি ও প্রকৃতির।।
ভালোবেসে দুজন দুজনার মিশে যাবো অস্তিত্বে
বার্ধক্য পারবেনা আমাদের ভালোবাসাকে দুর্বল করতে
এই সত্য টাও প্রকৃতির।।
হঠাৎ একদিন তুমি আমি থাকবোনা
এ ভুবনে
বিদায় নিবো চিরতরে
শুধু থেকে যাবে তোমার আমার
ভালোবাসার কিছু স্মৃতি
এই রহস্যটাও যেন সৃষ্টি প্রকৃতির।।
এসো দুজন যাই প্রকৃতির চরনে
কিছু আবেদন করি প্রকৃতির কাছে
যেন তোমার আমার প্রেমের স্মৃতি রাখে ধরে প্রকৃতি।
যেন পর জনমের প্রেমিক- প্রেমিকারা
এসে যেন দেখে
অসময়ের দুটি প্রাণের সমাধী
পড়ে নিন তাসজিলা তাসফির চমৎকার একটি প্রবন্ধ- ম্যাচুয়েরিটি – তানজিলা তাসফি
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন