সবাইকে নিজের মতো গঠন করতে যেওনা।
তুমি বদ্ধ গড়ে থাকতে থাকতে নিজেকে যেভাবে মানিয়ে নিয়েছো । অন্য একজনকে শাসন করে তোমার মতো বানানোর চেষ্টা করা বোকামি নয় কি?
আমাদের জাতীয় কবি বিদ্রাহী উপাধি খ্যাত কাজী নজরুল ইসলাম তার সংকল্প কবিতায় বলেছেন- ” থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে”
সুতরাং সবার জীবন এক নয়, সবাই বদ্ধ ঘরে থাকতে চায় না। প্রকৃতি,খেলাধূলা, মন-মানসিকতা সবার এক হয় না। পরিশেষে বলতে চাই – যে যেমন তাকে তেমন থাকতে দাও।প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে।তাই সবাইকে সবার মতো চলতে দিতে হবে। তবে অন্যায় পথে নয় আলোর পথে। কারো অধীনে বসবাস সবার পছন্দ নয়।
না হয় তোমার মতো করে গঠনের নেশায় শাসন করা মানুষটি একদিন মানসিক চাপে জীবন্ত লাশ হয়ে থাকবে।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন