রুপময় চাঁদ
মুনিয়া মুন
হে গরিয়সি মহিয়সী জোৎস্নার চাঁদ,
তুমি কি বলতে পারো আমার অপরাধ?
আমি তো ভালোবেসে পেতে চাই তাকে,
যে আমার মনের মন্দিরে পূঁজি থাকে।
প্রেমের জ্বালাতন সেতো সহিতে পারি না,
তাই নিদ্রাহারা চোখে ঘুম আসেনা।
জেগে আছি তবু নিশিরাত ধরে,
তারে কি পাবো ওগো সারা জীবন ভরে।
হে চাঁদ কত সুন্দর তব তোমার রুপ মাধুরী
মুখে কলঙ্গ কেন মাখা হে সুন্দরী?
তবে কি এটাই চির সত্য সঠিক পৃথিবীর পরে,
আলোর পাশে আধার রহিবে জনম জনম ভরে?
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন