1. admin@ourbhola.com : আমাদের ভোলা : আমাদের ভোলা
মনে কষ্ট থাকলে কাঁদতে হয় - প্রিন্স বোরহান উদ্দিন - আমাদের ভোলা
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০২ অপরাহ্ন
নোটিশঃ
প্রিয় ভিজিটর, দ্বীপজেলা ভোলার বৃহত্তম ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মনে কষ্ট থাকলে কাঁদতে হয় – প্রিন্স বোরহান উদ্দিন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৯৩ বার পঠিত
মনে কষ্ট থাকলে কাঁদতে হয় - প্রিন্স বোরহান উদ্দিন

আমরা কাঁদি না, আমরা কষ্ট গুলো বুকের ভেতর জমিয়ে রাখি! আকাশে মেঘ থাকলে যদি বৃষ্টি না হয়, তবে সেই আকাশ আঁধারে থেকে যায়! আর যখন বৃষ্টি হয় তখন আকাশটা পরিস্কার হয়ে যায়৷ আমরা মন খুলে কাঁদতে পারিনা সেজন্য হয়তো আমাদের হৃদয়টাও আঁধারে থেকে যায় ৷

কষ্ট গুলো ভেতরে জমতে জমতে এক সময় ব্যথার পাহাড় হয়ে যায়৷ একেকটা ব্যথার পাহাড়, একেকটার সাথে সংঘর্ষ হয়ে, আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দেয়৷ আমরা তখন আর ভালো থাকি না, আমাদের তখন ভালো থাকার অভিনয় করে বাঁচতে হয় ৷

মন খুলে হাসতে পারি না, কষ্ট থাকার পরেও সবার সাথে তাল মিলিয়ে হাসতে হয়৷ এইতো আছি ভালোই, কতো সুন্দর করে সুখি মানুষের মতো হাসি, ভেতরে যে ব্যথার পাহাড়, সে কথা কে জানে? কেউ না জানলেও তো ঠোঁটের হাসিটা ঠিকিই জানে, এইটা যে সুখের হাসি নয় সে খুব ভালো করেই বুঝে ৷

সে জানে সবার সামনে যে ঠোঁট হাসে, হাসি শেষে, সেই ঠোঁট আড়ালে কতটা নীরব থাকে, ভালো আছি বলার পরও, কতটা কষ্ট চেপে বুকের ভেতর পাহাড় করে রাখে৷ তোমরা যে বল, মন খুলে কাঁদার জন্য, কাঁদবো কি করে বলো? কাছের মানুষ ব্যথা দিলে চিৎকার করে কি যায় কাঁদা?

আকাশে কি সব সময় মেঘ জমে বৃষ্টি হয় ? হয় না তো, হয়তো তারেও দিয়েছে ব্যথা, তারেই কাছের কেউ, তাই তো সেও ঝরাতে পারে না বৃষ্টি ৷ আমি ঝরাবো কেমন করে! আমি তো মানুষ আমাকে বুকের ভেতর ব্যথার পাহাড় নিয়ে ভালো থাকার অভিনয় করে বাঁচতে হয়৷

চোখের জল লুকিয়ে মানুষ ভালো থাকতে পারে কি? ভালো থাকার জন্য মন খুলে কাঁদতে হয়

Spread the love

আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন

উক্ত লেখাটি সোসাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো লেখা
© All rights reserved © 2021 আমাদের ভোলা
Development By MD Rasel Mahmud