প্রাকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি মনপুরা হচ্ছে ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিঃ মিঃ দুরত্বে সাগরের বুকে নয়নাভিরাম আরেকটি বিচ্ছিন্ন দ্বীপ। মনগাজী নামে এখানকার এক লোক একদা বাঘের আক্রমনে নিহত হন। তার নামানুসারে মনপুরা নাম করন করা হয়।
ভালোবাসা হোক দুটি মনের অতুলনীয় মিল-রাসেল মাহমুদ
৩টি ইউনিয়ন নিয়ে অত্র উপজেলাপট গঠিত হলেও বর্তমানে নবগঠিত ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন গঠিত হওয়ায় বর্তমানে ইউনিয়ন সংখ্যা দাড়িয়েছে ৪টি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে খ্যাত এ্ উপজেলায় রয়েছে প্রাকৃতির অপরুপ রুপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ উপজেলায় চিন্তানিবাস করার ইচ্ছা পোষন করেছিলেন।
প্রতি বছর শীতে শত শত পর্যটক ভীর করে এ উপজেলার নয়নাবিরাম সৌন্দর্য উপভোগ করতে। এ উপজেলা থেকে মাত্র ৪০ মিনিটে ট্রলার যোগে নিঝুম দ্বীপের সৌন্দর্য উপভোগ করা যায়। উপজেলা সদরে আবাসিক হোটেল ছাড়াও এখানে রয়েছে জেলা পরিষদ কর্তৃক নির্মিত জেলা পরিষদ ডাক বাংলো, পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলো, কারিতাস ডাক বাংলো প্রভৃতি।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন