1. admin@ourbhola.com : আমাদের ভোলা : আমাদের ভোলা
দ্বীপের রাণী ভোলা জেলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য - আমাদের ভোলা
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশঃ
প্রিয় ভিজিটর, দ্বীপজেলা ভোলার বৃহত্তম ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

দ্বীপের রাণী ভোলা জেলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৩৫৩৪ বার পঠিত

*বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, দ্বীপের রাণী ও দ্বীপ জেলা ভোলা।
*ভোলা মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
*ভোলার নামকরণ করা হয় “ভোলা গাজী পাটনী” নামে এক ব্যক্তির নামানুসারে।
*ভোলার পূর্বনাম দক্ষিণ শাহাবাজপুর।


*ভোলার আয়তন ৩৪০৩ বর্গ কি.মি.(উইকিপিডিয়া), ৩৭৩৭ বর্গ কি. মি.(বাংলাপিডিয়া)।
*ভোলায় ৭টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬২টি ইউনিয়ন, ৪০৯টি মৌজা, ৪৬১টি গ্রাম আছে।
*বর্তমান জনসংখ্যা ১,৭০৩১১৭ জন, শিক্ষার হার ৩৬.৮৯%।
*সংসদীয় আসন ৪টি, লালমোহন(১১৭)।


*সবচেয়ে বড় উপজেলা চরফ্যাশন এবং সবচেয়ে ছোট উপজেলা বোরহান উদ্দিন।
*দর্শনীয় স্থান- চর কুকরী-মুকরী, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি যাদুঘর, মনপুরা দ্বীপ(এ দ্বীপে পর্তুগীজরা এসে বসবাস করে), শাহাবাজপুর গ্যাস ফিল্ড ও জ্যাকব টাওয়ার, মেঘনা নদী, তেতুলিয়া নদী ও তারুয়া সমুদ্রসৈকত ইত্যাদি।
*ভোলা ও মনপুরার মাঝে নদীটির নাম শাহাবাজপুর চ্যানেল।
*বিখ্যাত ব্যক্তিবর্গ- নাজিউর রহমান মন্জু( আধুনিক ভোলার জনক বলা হয়), বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, তোফায়েল আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
*ভোলার উত্তরে বরিশাল ও মেঘনা নদী, দক্ষিনে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষীপুর ও নোয়াখালি, পশ্চিমে তেতুলিয়া নদী ও পটুয়াখালী।

Spread the love

আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন

উক্ত লেখাটি সোসাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো লেখা
© All rights reserved © 2021 আমাদের ভোলা
Development By MD Rasel Mahmud