ভোলা হলো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা।এই দ্বীপে পর্যাপ্ত মাছ পাওয়া যায়। বিশেষ করে ইলিশ মাছ। আর মাছের জন্যই ভোলা বেশি বিখ্যাত।ভোলা জেলা নারিকেল এবং মহিষের দুধের দইয়ের জন্য বিখ্যাত।
দক্ষিন এশিয়ার বৃহত্তম জ্যাকব ওয়াচ টাওয়ার, চরফ্যাশন
ভোলার মহিষের দুধের টক দধি বিখ্যাত। সুপারি এবং মিষ্টির জন্য বিখ্যাত ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খেতাবটি এই জেলার দখলেই। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ভোলার চরফ্যাশনে অবস্থিত। নদী পথে শান্তির বাহন বিলাশবহুল লঞ্চগুলো ভোলার মানুষের গর্ব। আমাকে ফলো করুন ফেসবুকে- রাসেল মাহমুদ
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন