আজকে ” আমাদের ভোলা” জেলা ওয়েবসাইট নিয়ে আলোচনার জন্য আমাদের বোরহানউদ্দিন উপজেলা কর্মকর্তার অফিসে যাই।
সেখানে আমরা তার সাথে উক্ত বিষয় দীর্ঘ সময় জেলা ওয়েবসাইট নিয়ে আলোচনা করি।
তখন তিনি আমাদের এই কাজকে ভালো উদ্যোগ বলে জানান।তিনি বলেন- এই কাজের
মাধ্যমে তোমরা জেলার ঐতিহ্য ও ইতিহাস জানতে ও জানাতে পারবেন এবং সঠিক
তথ্যের মাধ্যমে মানুষ উপকৃত হবে। তিনি আরো বলেন তোমরা ছাত্র হিসেবে এটি
পড়ালেখার একটি অংশও বটে। তোমরা ভোলার যেকোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে
পারো। তাই তোমরা সঠিক ভাবে কাজ কর এই কামনা।
আমরা সত্যিই তার এই উত্তম মন্তব্যে সন্তুষ্ট। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আর দ্বীপের রাণী ভোলায় আসার জন্য আমন্ত্রন রইল।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন