বেদনার আর্তচিৎকার
মুনিয়া মুন
কোথা হতে যেন উঁকি দেয়
এক ফালি বেদনার মুখ,
ঝরাপাতার মর্মরতায়
ভেসে আসে অতীতের ভাঙচুর সুখ।
পাতাঝরা পথ বেয়ে
শুষ্কতার ভার সয়ে,
হেঁটে আসে বসন্ত
সব রং উঁকি দেয় সুর তোলে ।
ধুলো পড়া তার
বেদনারা ডুব দেয় রঙিন অন্ধকারে
উড়ে যায় সুখপাখি
ফেলে যায় খড়কুটো
বেদনারা চোখ মেলে।
খুঁজে ফেরে রঙিন পিছুটান
বেদনারই নীল চিঠি
মুছে দেয় পিছুটান,
আবার হারিয়ে যায় সব রঙ
জাল বোনে বিমর্ষতা
শুধু পড়ে থাকে বিন্দু বিন্দু নোনাজল।
ভাসিয়ে আনে কর্পূর জলরং,
শোনা যায় বেদনার আর্তচিৎকার।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন