মানুষের চাওয়া পাওয়ার মাঝে থাকে মানুষের ভবিষ্যৎ। তবে আজ তুমি এমন এক সময় পার করছো যার কারণে তুমি কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না। কিন্তু তোমাকে এটা মানতেই হবে যে, নির্দিষ্ট লক্ষ্য ছাড়া তোমার কাঙ্খিত চাওয়ার জন্য কাজ না করলে কখনো তা পাবে না।
আজ তো ভালো আছো, তোমার জীবন নিয়ে কিন্তু, ভেবে দেখেছো কি তোমার সামনের জীবনটা কেমন হবে? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক তেমনি আজকের সময়টা তোমার জন্য তোমার ভবিষ্যৎ। আর হ্যাঁ তোমার ভবিষ্যৎ তুমি গঠন না করলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে কি করে? তুমি কি চাওনা তুমি সবার থেকে আলাদা হও? তুমি কি চাওনা তোমার জীবনটা সবার থেকে সুখে কাটুক? তুমি কি চাওনা তোমার সামনে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকবে তোমার মূল্যবান কথা শুনার জন্য? তুমি কি একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি এবং একটি দেশকে পরিচালনা করতে? অবশ্যই চাও।
আর প্রতিটা মানুষ চায় ভালো একটা জীবন গঠন করতে। তবে সবার জীবন সুন্দর হয় না কেন? কারণ তো আছেই। আমরা জানি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আর কিছু সময়ের সমষ্টিই হলো জীবন। তোমার জীবন কত সময়ের লম্বা সেটা দেখতে যেওনা। তুমি দেখো যে কত সময়ে তুমি কত কাজ করতে পেরেছো। জীবনের কত পথ পাড়ি দিয়েছো। সময়টাকে কি কাজে কিভাবে ব্যায় করেছো। জীবন আজ বাধার সম্মুঙ্খীন? তবে ভয় কেন করো, বাধা ছাড়া জীবনের পথ চলা খুব কঠিন। বাধাকে জয় করেই তোমাকে জীবনের সফলতা অর্জন করতে হবে।
সুখ কবিতার সর্বশেষ চরণে বলা আছে-
কষ্ট বিহীন সুখ প্রথমে চাইবে যে জন,
সুখের জীবন পাইতে তার ফুরাবে জীবন।
(রাসেল মাহমুদ)
প্রথমে তোমাকে অবশ্যই সাধনা করতে হবে।তাছাড়া জীবনে সফলতা আসবে না। সফলতার জন্য তোমার বর্তমান সময়ের সব বিসর্জন দিতে হবে। যদি এখনকার জীবনের সব ত্যাগ করতে পারো তবে, ভবিষ্যৎ জীবনে এখন যা ছিলো তা চাইলেই পাবে। কিন্তু বর্তমানের থেকে কম নয় আরো অনেক বেশি কিছু পাবে। সুতরাং তোমার চাওয়া বর্তমান নিয়ে নয়,ভবিষ্যৎ নিয়ে হতে হবে। কি চাও সেটা আজকের চাওয়া নয় সেটা তোমার পরবর্তী জীবনের জন্য চাওয়া হতে হবে।প্রতিটি মানুষের সুন্দর ,সাবলীল জীবন গঠনের জন্য শুভ কামনা রইল।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন