প্রিয়জন- মুনিয়া মুন
ঘুম থেকে উঠে মেসেজ করার অভ্যাস টা ঠিক ই আছে, শুধু মানুষ টা নেই হাতের নাগালে ।
তাই আর ইচ্ছে হলেও মেসেজ দেওয়া হয়না, কারন তার অভ্যাস টা অন্যের দখলে।
ফ্রেশ মুড এ হালকা নাস্তার পর এখন তার সাথে জমিয়ে কথা হয় না আর।
এখন সেই সব কথায় ফ্রেশ মুড সুইং হয়ে যায় তার,জমিয়ে কথার আড্ডা এখন অন্য শহরে।
কড়া রোদে বসে থেকো না, একটু লেবু জল খাও, বেশি করে পানি খাও নাহলে নুনাজল তো শুকিয়ে পানিশূন্যতা দেখা দিবে। এটা তো মানতে ঈ হবে নাহলে তো সে আড়ি দিবে।
ক্লান্ত দুপুর একটু আনমনা হয়ে যেন থাকে, শুনতে চায় ট্রাফিকজ্যাম এর গল্প, কিন্তু না এখন আর জ্যাম হয়না তাই গল্প টা রয়েই যায়।
দুপুরের খাবার টা কে খাবে শুনি, গল্পকথার মাঝেই কি ডুবে থাকা যায়?? দুপুর গুরিয়ে গেল,খাবারের আগাম বার্তা দেওয়া হয়না এখন আর।
বিশ্রাম তো করতে ই হবে সেই না হয় নামাজের আগে উঠি, একটু শুয়ে আলসেমি টা দুর করতে কিসের বাকি?? এখন সেই সুর নিস্তেজ।
চা বেশি পান করা বারণ, যদি তনুমনে একটু সতেজতা চাও ই তাহলে এক কাপ আদা চা খেয়ে নাও। তবে তাও একবার বেশি না কেমন?? এইসব কথার সেই মানুষ টি তার কারন।
তো জানি, ঝালমুড়ি, ফুসকা হালিম পছন্দ কিন্তু বাহিরের খাবার নিষিদ্ধ। একটু তো সতর্ক হও। তোমার ভালো থাকা অনেকের ভালো থাকার কারন।
কাজ তো সবাই ই করে, ব্যস্ত টা জিবনের অংশ তাই বলে ঘুম কি বাদ?? না ঘুমালে তুমি পাবে কি করে স্বপ্ন দেখার স্বাদ?? তাই ঘুমাতে যাবার আগে এখন আর সেই শব্দদ্বয় উচ্চারিত হয়না।
থেমে যায় কথা, হারায় নিরবতা, ক্লান্ত চোখের পাতা, তবুও ক্লান্ত হয়না মন-
ভেবে যায় তাকে, মনের বাকে বাকে, ভালোবাসি যাকে সে আছে মনে আমার প্রিয়জন।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন