প্রিয় থেকেই প্রিয়ন্তী – সাজেদুল ইসলাম রাব্বি
জানি ক্ষণেক্ষণে আর দেখাও হবেনা
স্মৃতি অটুট থাকা এ আমি আমিতেই পরিপূর্ণ থাকবো।
আজি হতে বছর খানেক পূর্বে
সে কথা ভাবিলে মনের মাঝে
খানিকটা শিহরন জাগে।
ক্ষণেক স্মৃতিগুলো মাঝেমাঝে একাকার হয়।
কথা তো হয়নি, হয়নি তো দেখা
কতকাল কাটবে এভাবে একা?
তবুও কেটে যাবে এ গগনপ্রান্ত বেলা।
হারিয়ে খুঁজি নতুন করে
উল্টিয়ে স্মৃতির পাতা
আজ বারে বারে শুধু মনে পরে পুরনো দিনের কথা।
মন খারাপের দিনগুলো কাটে,
বড়ই বিষন্নতায়
আমার চারিধার কেবলই ঘিরে
থাকে অপূর্নতার।
সুখের খোজে দিনগুলো কাটে সুধুই ভাবনায়
কেউ নেই আজ তাই সফর সঙ্গী গন্তব্যহীন ঠিকানায়।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন