📣কুইজ! কুইজ! কুইজ📢
🔴”সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর” পেইজের পক্ষ থেকে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে জিতে নিন হাজার টাকার পুরস্কার।
জেনে নিন প্রাচীন বাংলার ইতিহাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
🔵কুইজটিতে অংশগ্রহন করতে পারবে সকল শ্রেণীর মানুষ। যে কেউ রেজিস্ট্রেশন করার মাধ্যমে অংশগ্রহন নিশ্চিত করে জিতে নিতে পারবেন হাজার টাকার পুরস্কার।
🔴রেজিস্ট্রেশন ফিঃ ২০ টাকা মাত্র
🟢বিকাশ 🟢রকেট🟢নগদ- 01727533623
🔵রেজিস্ট্রেশন এর নিয়মাবলীঃ
১। উপরোক্ত মোবাইল নাম্বারে বিকাশ,রকেট অথবা নগদ থেকে ২০ টাকা সেন্ড মানি করতে হবে।
২। সেন্ড মানি করার পর
🟢আপনার নামঃ
🟢সেন্ড মানির নাম্বার
🟢রেফার কোডঃ
(উন্মুক্ত রেফার কোডঃ 0000)
এবং টাকা সেন্ড করার পর প্রাপ্ত ট্রানজেকশন নাম্বার আমাদের পেইজে মেসেজ করতে হবে।
৩। আপনার আবেদন সম্পন্ন হলে ২৪ ঘন্টার মধ্যে পেইজ থেকে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।
৪। মেসেজে আপনায় একটি রেফার কোড দেয়া হবে,যা সংরক্ষন করে রাখতে হবে।
🔴কুইজের বিষয়ঃ প্রাচীন বাংলার ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
🔵প্রশ্নপত্র ও কুইজের সময়ঃ
কুইজের উল্লেখিত বিষয় থেকে ৩০ টি এম সি কিউ প্রশ্ন করা হবে।
আসছে আগামী ২০/১১/২০ ইং তারিখ রোজ শুক্রবার রাত ৮:০০ থেকে ৯:০০ টা পর্যন্ত ১ ঘন্টা সময়ের মধ্যে উত্তর পাঠাতে হবে।
🔴পুরস্কারঃ
১ম পুরস্কার ১০০০ টাকা
২য় পুরস্কার ৫০০ টাকা
৩য় পুরস্কার ৩০০ টাকা
📣বিঃদ্রঃ
রেজিস্ট্রেশন করার পর দেয়া যার রেফার কোড থেকে যত বেশি প্রতিযোগী অংশগ্রহন করবে তাদের মধ্যে থেকে দুজন পাবে ১০০ টাকা করে পুরস্কার।
👉🏻নিয়মাবলীঃ
১। ২০ টাকার দিয়ে রেজিস্ট্রেশন ব্যাতিত কেউ পরিক্ষা দিতে পারবে না। দিলেও বাতিল বলে গণ্য হবে।
২। প্রত্যেকে নিজ নিজ ফেসবুক একাউন্ট থেকে রেজিস্ট্রেশন করতে হবে।
৩। প্রশ্নের উত্তর খাতায় অথবা অনলাইনে লিখে দেয়া যাবে। তবে মনে রাখতে হবে ক,খ,গ,ঘ লিখে উত্তর দেয়া যাবে না। সঠিক উত্তরটি সম্পুর্ণ লিখতে হবে।
⭕আমাদের পেইজ লিংকঃ
লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের পেইজে।
www.facebook.com/worldknowledge24
🔰জরুরি প্রয়োজনে যোগাযোগঃ
সবুজঃ
💬01727533623
💬01873413750
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন