প্রকৃতির সাঁজ
মুনিয়া মুন
মেঘ করেছে অনেক ভীষণ হালকা বাতাস বয়,
পাখির সাথে ফুলের সাথে মেঘের মালা বদল হয়।
সূর্য হাসে আলোর সাথে সাঁজতে বউ সাঁজ,
বৃষ্টি তাই লজ্জা পায় আহ কি লাজ!
মধুমতী নদীর জলে ছোট নৌকার বহর,
কদম ফুলের গাছের সাথে আজ আমার সফর।
সঙ্গী হবে পাখি, ফুল, বাতাস একটু বৃষ্টি,
করবো আমি নতুন করে আমার আমি সৃষ্টি।
হারাই আমি ঋতুর মাঝে প্রতি দিনই রোজ,
লুকাই আমি হৈচৈ আর কোলাহলপূর্ণ শহর।
আমার মন আগলে থাকে সবুজ পাতার রঙ্গে,
ঘাস ফুলের ছোয়ায় সাঁজতে চাই নানা রকম ঢঙ্গে।
ভালোবাসার রংধনু মিষ্টি মাটির প্রান,
বৃষ্টি ভেজায় ক্লান্তি দুর হয় জুড়ায় আমার প্রান।
জোনাকি পোকার আলো দিয়ে সাঁজাই মাটির ঘর,
সব কিছুই আপন লাগে কিছু নয় মোর পর।
রাতের আকাশ মধুর লাগে সাথে আছে চাঁদ,
এমন করে আমি বার বার চাই অলৌকিক রাত।
মুনিয়া মুনের ভিন্ন একটি কবিতা পড়ুন,আশা করি ভালো লাগবে- রুপময় চাঁদ-মুনিয়া মুন
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন