তোমাকে হারিয়ে
মুনিয়া মুন্নি মুন
শীত চলে বসন্ত এসে গেলো,
গাছে নতুর পাতার আবির্ভাব হলো।
তোমাকে হারিয়ে এই অবেলায়,
নির্জন হয়ে কোকিল গান গায়।
কই শুনি না তো কোকিলের আগের মতো সুর,
হয়তো আজ তুমি আমার থেকে দুর বহুদুর।
তোমাকে ছাড়া শিশিরজলের স্পর্শ পেয়েছি,
পেয়েছি পাতা ঝরা মুচমুচে শব্দ।
তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছি,
তবুও হয়নি বাকরুদ্ধ।
অনেক কিছুই বাকি ছিল প্রিয় সেই বেলায়,
ভাবিনি কখনো হারাবো তোমাকে এই অবেলায়।
নিয়ম করে আজো সকাল হয় কোকিলও গান গায়,
শিমুল ফুলের উপর কুয়াশার প্রলেপ থেকে যায়।
বসন্তের বিকেল পার হয়েছে আজ,
স্তব্ধ সন্ধ্যা পাড়ি দিয়েছে ফেলে সকল কাজ।
নিশ্চুপ আমি বসে থাকি তোমায় ভেবে ভেবে,
করুন চাহনি বুঝলেনা তুমি কিভাবে আর রইবে?
নদীর স্রোতহীন পানি আর হেরে যাওয়া নারী আমি,
আফসোস আজো কোকিলের মতো বসন্ত ছাড়া কিছুই বুঝলেনা তুমি।
ফেসবুকে আমরাঃ আমাদের ভোলা
আরো পড়ুনঃ ভোলা কিসের জন্য বিখ্যাত?
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন