তুমি বলেছিলে, একদিন রংধনু বিকেলে
আবার দেখা হবে,
ফাল্গুনী আভাসে, সুমধুর বাতাসে
বসন্ত বিলাসে ভরে যাবে
তোমার ফুলবন।
বর্ণ বিভায় ফিরে আসুক রংধনু
বসন্ত ফিরে না হায়।।
শুধু ফিরে আসে ফাল্গুনী বসন্ত বিলাপ।
কষ্ট কাতর মনে জমে রক্তাক্ত মেঘমালা,
উদাস মন হৃদয়ে বাজে কৃষ্ঙের কালোবাঁশি।
স্বজন -হারা হালভাঙ্গা মাঁঝি
কূলে অকূলে খু্ঁজে বেড়াই তারে,
ফূল পাখি তৃণলতারে বলি
কোথায় সে কোথায়?
মনের জানালায় রঙিন রুমালে
কোথাও নেই তুমি।
দূরত্ব আমি খুঁজি অবিরালে
তোমার বুকের ফুল বুকেই শুকায়,
চোখে নোনা জল মোর,
এক পলকেই তুমি অপলকে হারালে
স্বপ্ন গাঢ় মেঘ অন্ধকারে।।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন