তুমি আমার নীল আকাশের চাঁদ – রাসেল মাহমুদ
তুমি আমার নীল আকাশের চাঁদ,
দিনে দেখি,রাতেও দেখি, তবেই প্রভাত।
ঐ আকাশে তাকিয়ে মেঘ দেখতে পাও?
তার আড়ালে লুকিয়ে আছো,তুমি খুঁজে নাও।
তোমাকে তুমি আকাশে দেখতে না পেলেও
আমি ঠিক দেখেছি সেই অনন্তকাল থেকেও।
আকাশ কেনো নীল হয় জানো?
কারণ,সে আকাশে তোমার বসবাস।
নীল আকাশে মেঘের মাঝে তোমার অভিলাস।
যে আকাশে তুমি থাকো সে জানে তার রুপ,
কত সাঁজে সাঁজাতে পারে তোমায় অপরুপ।
তুমি নীল শাড়ি পরে যখন উড়াল দিবে মেঘে,
আকাশ তোমায় করবে বরণ; চাঁদের আলোয় ডেকে।
তুমি মানে সবার সেরা নীল পরিদের দলে,
তোমায় পেয়ে চাঁদও হাসে মেঘের অন্তরালে।
এই ধরাতে নামবে যখন তুমি পরির বেসে,
নীল আকাশের চাঁদকে আমি করবো বরণ হেসে।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন