জীবন এর সংঙ্গাই যেখানে বলছে কিছু সময়ের ব্যবধানে সব আয়োজন বৃথা। সেখানে জীবনের স্বাদ খোঁজার মতো অপরাধ বোধ হয় আর কিছু নেই। অপরাধ করে যারা অপরাধী তাদের শাস্তি দেয়া হয়।
কিন্তু নিজের জীবনের স্বাদ খোঁজা অপরাধী মানুষ গুলোকে নিজে’ই বা কি শাস্তি দিবেন? আসলে কি জানেন – জীবনের স্বাদ অনেক তিক্ত।
কাঠ পুড়ে কয়লা,তার থেকে ময়লা। কিন্তু সবকিছুর সংমিশ্রণে আগুনের রাজত্ব।
মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়ানো পরিশ্রমে’ই অর্থ অর্জন। সবকিছুর একটা অতীত থাকে। জীবনেরও একটা অতীত রয়েছে।
যার সবটা জুড়ে চেষ্টা,ব্যর্থতা,অক্লান্ত পরিশ্রম আর সীমাহীন আলোর পিছনে অন্ধকারের স্তুপ। যে জীবন গড়তে-ই এত বিসর্জন, সে জীবনের তিক্ততার স্বাদ বর্জন করলেও নিজেকে শাস্তি দেয়া যায় না।
বর্তমান না ভবিষ্যৎ – রাসেল মাহমুদ
তিক্ত এই জীবন থেকে আপনি যা পেয়েছেন তা কিন্তু মোটেও তিক্ত নয়। পৃথিবীর অস্তিত্ব রক্ষায় সূর্য নিজে জ্বলে পুড়ে ছারখার,তবুও বিশ্বকে দিয়েছে কি সুন্দর আলোর সমাহার।
চাঁদের নিজস্ব আলো নেই দ্বার নিয়েছে সূর্য থেকে। পৃথিবীর যেখানে সূর্যের অবস্থান শূন্য হয়ে আসছে,সেখানে’ই চাঁদ আলো দিতে শুরু করেছে।
থেমে নেই কারো গতিপথ। হয়তো কেউ পুড়েও নিজের মতো করে বাঁচতে পারে কিংবা কেউ নির্ভরশীল হয়েও অন্যকে বাঁচাতে জানে।
মানুষের জীবনও ঠিক তিক্ততার প্রভাব নিয়ে অন্য জীবনকে রাঙায়। আবার আপনার তিক্ততার মিষ্টি দ্বার নিয়ে কেউ অন্যকে সাঁজায়।
জীবন যেমনই হোক ফলাফল তো আছে’ই,সাথে যখন যেখানে যেমন থাকার সেভাবে পথ চলছে’ই।
ফেসবুকে আমরা- আমাদের ভোলা
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন