জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৭-১৮ নভেম্বরের মধ্যে নেওয়ার সুপারিশ করা হয়েছে। নির্দিষ্ট এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করবে বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে যা জানালেন উপাচার্যরা
তিনি জানান, সম্প্রতি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেছেন উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
আবু হাসান জানান, জাবি ভর্তি পরীক্ষার সংক্রান্ত বাকি বিষয়গুলো আগের মতোই থাকছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে। খুব শিগগিরই এ সভা অনুষ্ঠিত হবে।
জাবির প্রতি আসনে লড়বেন ১৬৩ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ ৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।
ফেসবুকে আমরাঃ আমাদের ভোলা
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন