আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি ( রাসেল মাহমুদ) আপনাদের সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস নিউজ থিম কালার ম্যাগের কথা।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ফ্রি নিউজ থিমের মধ্যে কালার ম্যাগ অনন্য।
আপনি এই থিমটি ব্যবহার করে কোনো কোডিং ছাড়া খুব সুন্দর একটি নিউজ সাইট ফ্রিতে ডিজাইন করতে পারবেন।
থিমটি কাষ্টমাউজড করার পর খুব সুন্দর দেখাবে।
থিমটি আপনি ফ্রিতে ডাউন লোড করে নিতে পারবেন। থিমটির কিছু বৈশিষ্ট্য হলোঃ
কালারম্যাগ একটি নিখুঁত প্রতিক্রিয়াশীল ম্যাগাজিন স্টাইল ওয়ার্ডপ্রেস থিম। সংবাদ, সংবাদপত্র, ম্যাগাজিন, প্রকাশনা, ব্যবসায় এবং যে কোনও ধরণের সাইটের জন্য উপযুক্ত।
তাহলে চলুন ডাউনলোড করে নেয়া যাক উক্ত থিমটি। লিংক থেকে আপনি ডাউনলোড এবং প্রিভিউ দেখতে পারবেন।
আপনাদের সুবিধার জন্য আমি দুটি লিংক আলাদা করে দিচ্ছিঃ
১। প্রিভিউ দেখুন- https://demo.themegrill.com/colormag/
২। ডাউনলোড করুন- https://downloads.wordpress.org/theme/colormag.1.4.5.zip
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন