কোথাও তুমি নেই
সাজেদুল ইসলাম রাব্বি
সে কবে কখন দেখেছি প্রিয়ন্তী-
না দেখার অসুখে কেটে যাচ্ছে যুগ-
অপ্রাপ্তি’র এ শহরে…
তোমায় হারিয়ে, বেঁচে আছি।
বাঁচিয়ে রেখেছি মোর অস্তিত্বকে
তোমার রেখে যাওয়া স্মৃতি-ই যেন
অপ্রাপ্তি’র সুখ।
কতোটা ভুলেছো মোরে,
কতখানি রেখেছো স্মরণে?
কত’শত স্মৃতি আজ
দুঃস্বপ্নের অন্তরালে।
জীবনের প্রতিটি ক্ষণে
তোমাকেই চেয়েছি প্রিয়,
বিশ্বাসের দিনগুলো কেন
ক্ষণিকে ফুরালো?
কত প্রহর যাচ্ছে কেটে
কত দিনক্ষণ ভুলিয়ে রাখে,
কত’শত স্বপ্নের অপমৃত্যু হলো
তোমার শহরের যাত্রা বিরতি’তে।
অপেক্ষা’রা আজ নেইকো কোথাও
কূলে নেই তার অস্তিত্ব;
স্মৃতির পাতার পরিচিত মুখ
দেয়াল বৃত্তে আবদ্ধ।
অল্প বয়সে বিয়ে করার উপকারিতা, জানলে চমকে যাবেন
ভীষণ মনে পরে তোমায়
স্মৃতির ধারণক্ষমতা গিয়েছে কমে,
তোমায় মনে রাখলে প্রিয়
সুখের অসুখ হয় তীব্রভাবে।
অতীতস্মৃতি ফিরলে কূলে
হৃদয়ে হয় রক্তক্ষরণ,
তোমায় না দেখার যন্ত্রণা
তীব্র থেকে তীব্রতর হয় তখন।
স্মৃতিচারণে নেইকো স্পষ্টতা
নেইকো কূলে ফেরার আভাস,
অ’কবি তাই রাখেনি মনে
তোমার বিশ্বাস।
ফেসবুকে আমরা – আমাদের ভোলা
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন