কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!!
“লা তাহযান” অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
আমাদের অতীতে যা ঘটে যায় সেটি নিয়ে চিন্তিত। কিন্তু মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ট করে না বলে দিয়েছেন। অতীত নিয়ে হতাশ হওয়া যাবে না। বিচলিত হওয়া যাবে না।ভাবতে হবে আল্লাহ যা করেন তার বান্দার মঙ্গলে জন্যই করেন।
“লা তাখাফ” অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
আল্লাহ তায়ালা পূর্ব থেকেই আপনার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। ভালো-মন্দ আর তাকদিরের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন।সুতরাং নিজেদের ভবিষৎ নিয়ে চিন্তা না করে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে।
” লা তাগদাব” অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
ভালো-মন্দ,আলো-অন্ধকার সবই জীবনে আসবে। কোনো ভাবেই রাগ করা যাবে না।বাধা বিপত্তি পেরিয়েই জীবনের সফলতা আসবে।তাই রবের আনুগত্য করুন,সবর করুন বিজয় নিশ্চিত।
“লা তাসখাত” অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
বিশ্বজাহানের সকল কিছুর ফয়সালাকারী একমাত্র আল্লাহ। তিনিই ভালেঅ জানেন তার কোন বান্দার জন্য কোনটি উত্তম। তাই তার দেয়া কোনো সিদ্ধান্তে নিজেকে অসন্তুষ্ট করবেন না। বরঙ শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ! আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
~সুবহানআল্লাহ
কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ মেনে চলুন। সর্ব অবস্থায় আমাদের আল্লাহ তায়ালার উপর নির্ভর থাকতে হবে।মহান রবের কাছে চাইতে হবে।তার সাহায্য প্রার্থনা করতে হবে। কখনো নিজের মধ্যে হতাশা আনা যাবে না। হতাশা দূর করতেে আল কোরানের এই চারটি বাণীই যথেষ্ট।
আংশিক ব্যাখা করেছেন- মোঃ রাসেল মাহমুদ
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন