কবি হতে আসিনি
রাসেল মাহমুদ
আমি কবি হতে আসিনি
এসেছি আমজনতার কথা বলতে,
আমি চাইনি রাজ-প্রাসাদের কোন সুখ
চেয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
আমি চাই সাধারণ মানুষ হয়ে বাঁচতে,
চাই অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে।
আমি চাইনা দেশে থাকুক কোনো অশ্লীলতার ভাব,
যেখানে নষ্ট হবে হাজারো তরুণ-তরুণীর স্বভাব।
আমি চাইনা দেশের অসহায় মানুষ গুলো কষ্টে থাকুক,
দিনরাত অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে বাঁচুক।
আমি চাই তরুণ-তরুণীরা হোক সবচেয়ে চরিত্রবান,
চাই অসহায় মানুষগুলো যেন একটু সুখ আর শান্তি পান।
আমি চাইনা ক্ষমতার লোভে কেউ হাত বাড়াক,
নিজেদের মাঝে দ্বন্ধ হয়ে নিজের প্রাণ হারাক।
আমি চাইনা দেশে দূর্নীতি নামক শব্দটি থাকুক,
এই মহারোগে আক্রান্ত হয়ে গোটা জাতি মরুক।
আমি চাই ক্ষমতা থাক যোগ্য ও নীতিবান মানুষের হাতে,
যে শান্তির জন্য কাজ করে যাবে দিনে ও রাতে।
আমি চাইনা গরিবের টাকায় কেউ গড়ুক নিজের প্রাসাদ,
গরিব যেন প্রাণ না হারায় করতে গিয়ে তার প্রতিবাদ।
আমি চাইনা সাধারণ মানুষের প্রতি জুলুম নির্যাতন চলুক,
মিথ্যার প্রতিবাদে সত্যের আশ্রয় তলে ভয়ে মরুক।
আমি চাই ফিরিয়ে দেয়া হোক গরিবের সকল অধিকার,
দেয়া হোক সমান মর্যাদা,নাগরিকত্ব আর বাঁচিবার।
আমি প্রতিবাদী,বিদ্রোহী পারি মরণকে রুখতে,
তাই কবি হতে আসিনি এসেছি আমজনতার কথা বলতে।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন