তুমি কে হে রাখাল বাঁশির
আকুল করা সুর,
তুমি কে হে পাগল পথিক
কেন করছো দূর।
আমি যে তোর নামের মাঝে
বেঁধেছিলাম বাসা,
সময় গুলো গড়ে যাচ্ছে
না পুরিলো আশা।
যখন তুমি হাঁটছো সেথা
কেন ফিরে চাও,
আমায় নিয়ে কেন তুমি
পুতুল খেলে যাও।
তুমি কে হে রাজার বেটি
কোথায় কুড়াও ফুল,
তোমার পায়ের নূপুর শব্দে
সব হয়ে যায় ভুল।
তুমি কে হে লুকাই আছো
আমার মনের মাঝে,
তোমার কথা পড়লে মনে
দুখের বংশী বাজে।
(স্বরবৃত্ত ছন্দে লেখা)
০৪-১১-২০১৮খ্রিঃ-
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন