ঈদের দিনে – ডাঃ এম হোসেন
রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ,
কারও মনে খুশির জোয়ার
কারও হারায় নিদ।
বাহারি সব পোশাক পড়ে
ধনীর দুলাল নাচে,
গরীব দুঃখী মানুষগুলো
কোনমতে বাঁচে!
যাকাত ফিতরা দেয়না ধনী
থাকেন নানান ছলে,
দিন ভিখারী গরীব দুঃখী
ভাসে দুঃখের জলে।
ওদের মুখে ফুটবে হাসি
তোমার কিছু দানে,
গরীব দুঃখীর হাসি খুশি
দোলা দিতো প্রাণে।
ভিক্ষা দেখে শিক্ষা নিও
তোমার এমন হলে,
ঈদের দিনে কেমন হতো
ভাসলে চোখের জলে!
তারিখঃ ০৫/০৬/২০১৯ইং
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন