একদিন আমি চলে যাবো
অন্ধকার ঐ ঘরে,
আসবোনা আর কভু ফিরে
তোমাদের তরে।
সবাই মিলে খুঁজবে তোমরা
সেদিন আমারে,
পাবেনা আর হাসিমুখে
আগের মতো করে।
কত সময় কাটিয়েছো
তোমরা আমার সাথে,
সেসব তোমাদের স্মৃতি হয়ে
পরবে মনে রাতে।
স্মৃতি হয়ে থাকবো আমি
তোমাদের মাঝে,
হয়তো কারো পরবে মনে
সকাল,সন্ধ্যা,সাজে।
আমার কথার মাঝে যদি
কষ্ট পেয়ে থাকো,
পরকালে মাফ পাবোনা
মনে যদি রাখো।
জানি আমায় পরবে মনে
তোমাদের সকল কাজে,
আমায় একটু ঠাঁই দিও
তোমাদের হৃদয় মাঝে।
আমার কথা পরলে মনে
দুঃখ করোনা,
শান্তি সুখে থাকতে পারি
করিও প্রার্থনা।
আপন মনে ছিলাম আমি
হাজার লোকের ভিড়ে,
তোমাদের মাঝে চিরতরে
আসবোনা আর ফিরে।
প্রভুর কাছে আমার জন্য
করিও সবাই প্রার্থনা,
দুহাত তুলে করিও দোয়া
জান্নাত করে কামনা
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন