1. admin@ourbhola.com : আমাদের ভোলা : আমাদের ভোলা
আমিও শহীদ হতে চাই - রাসেল মাহমুদ - আমাদের ভোলা
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:০২ অপরাহ্ন
নোটিশঃ
প্রিয় ভিজিটর, দ্বীপজেলা ভোলার বৃহত্তম ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

আমিও শহীদ হতে চাই – রাসেল মাহমুদ

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৩২ বার পঠিত
আমিও শহীদ হতে চাই - রাসেল মাহমুদ

আমিও শহীদ হতে চাই
রাসেল মাহমুদ


যেখানে লাখো বীর জন্ম নেয়
আমিও সেখানে জন্মাতে চাই,
লাখো বীরের কাতারে সেখানে
আমিও শহীদ হতে চাই।


যেখানে মা তার শিশুকে বলে
বাবা তুমি আর বসে থেকো না,
জালিমের বিরুদ্ধে লড়াই করো
বাতিলের কাছে মাথা নত করো না।


আমিও হতে চাই সে মায়ের সন্তান
জীবন দিতে চাই কোরবান।।।
শহীদের রক্তে লাল হবে রাজপথ,
মুসলিম হিসেবে এটাই হিম্মত।


শহীদি কাফেলার দলে দাঁড়াবো
তোমার কাছে সেদিন প্রভু শুধু
জান্নাত চাই-
বীর মুজাহিদ এর দলে
আমিও শহীদ হতে চাই।


যেখানে ছোট্ট শিশু বুক পেতে দেয়
গুলি করো মোর বুকে,
কামানের সামনে দাঁড়িয়ে বিজয়ের
নিশানা উড়ায় হাসিমুখে।


মাজলুমের কান্নায় হৃদয় ভেঙ্গে যায়
প্রভু তুমি মুক্তি দাও,
নয়তো সেই ভূমিতে আমার জীবন
তুমি কবুল করে নাও।


জালিম শাহীর কারাগার থেকে
মুক্ত করবো বিশ্ব,
নির্যাতিত মুসলিম পাবে
খুঁজে আলোর দৃশ্য।


আমি শহীদ হতে চাই,
সেখানে জীবনে দিতে চাই কোরবান,
বিজয়ের নিশানা হাতে,
শহীদি মরণ দিও ওগো মেহেরবান।


আমায় জন্ম দিয়েছো তবে
কবুল করে নাও সেই পথে,
যে পথের জন্য লাখো নবী-রাসুল
সিজদাতে দোয়া করেছে
বাইতুল আকসাতে।


তবু মুক্তি দাও, রক্ষা করো
নির্যাতিত গোটা বিশ্ব মুসলিমকে,
ভেঙে দাও, করো চূড়মার
গোটা বিশ্বের জালিমের
অপশক্তির রাজত্বকে।


বীর মুজাহিদ এর দলে
আমিও শহীদ হতে চাই,
যেখানে মা তার ছোট্ট শিশুকে বলে-
বাবা বসে থাকার সময় তো আর নাই।।।

মনে কষ্ট থাকলে কাঁদতে হয় – প্রিন্স বোরহান উদ্দিন

Spread the love

আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন

উক্ত লেখাটি সোসাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো লেখা
© All rights reserved © 2021 আমাদের ভোলা
Development By MD Rasel Mahmud