অপেক্ষা
মুনিয়া মুন্নি মুন
অপেক্ষার প্রহর অতি দীর্ঘ।
আমি এক চিলতে কুয়াশা হয়ে
তোমার শরীরে শিশির মাখবো বলে অপেক্ষায়,
দীর্ঘ রাত আমি জাগ্রত।
আমায় অবহেলার ছলে আলিঙ্গন করে
যায় রাতের কোকিল,
দুরে বহু দুরের বনের পাঠশালা খুলেছে ঝিঝির দল।
মাঝ কুয়াশার মতো ঝাপসা হচ্ছে
তার জন্য লেখা কবিতার অক্ষর,
ক্লান্ত মৃদু দুরে আমি বসে ছিলাম পরিত্যক্ত রেললাইনে।
সে ছিল তখন ভাবনার ঝরা পাতা,
আমি ছিলাম আকস্মিক ধমকা হাওয়া।
জানি সে ঘুমিয়ে আছে জোৎসনা রাতের
নিবিড় আলোর ভিড়ে,
আমি জাগ্রত তবে মুগ্ধ প্রকৃতির নিবিড় ভালোবাসায়।
আমায় তারা তুচ্ছ মানুষ ভেবে যদি বসিয়ে না রাখতো,
তবে আমি জোনাকির আলো হয়ে
এই শরতের রাত কাটিয়ে দিতাম তার অপেক্ষায়।
শুধু ই তার অপেক্ষায়।।
আপনার ফেসবুক আইডি থেকে কমেন্ট করুন