অপেক্ষামুনিয়া মুন্নি মুন অপেক্ষার প্রহর অতি দীর্ঘ।আমি এক চিলতে কুয়াশা হয়েতোমার শরীরে শিশির মাখবো বলে অপেক্ষায়,দীর্ঘ রাত আমি জাগ্রত।আমায় অবহেলার ছলে আলিঙ্গন করেযায় রাতের কোকিল,দুরে বহু দুরের বনের পাঠশালা খুলেছে ঝিঝির দল।মাঝ কুয়াশার মতো ঝাপসা হচ্ছেতার জন্য লেখা কবিতার অক্ষর,ক্লান্ত মৃদু দুরে আমি বসে ছিলাম পরিত্যক্ত রেললাইনে।সে ছিল তখন ভাবনার ঝরা পাতা,আমি ছিলাম আকস্মিক ধমকা
আরো পড়ুন